Thursday, February 7, 2019

ভাড়া বিজ্ঞপ্তি - দিনাজপুর



 এতদ্বারা প্রজেক্ট উদ্যোক্তাদের অবগতির জন্য জানানো যাই তে ছে যে, দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ০১ কিলোমিটার দক্ষিণ দিকে ৪০০ শতক জমির উপর কল-কারখানা, ইন্ডাস্ট্রি,ফ্যাক্টরি,গার্মেন্টস,পোল্ট্রি  ফিড, হ্যাচারি, খামার, গোডাউন ঘর ইত্যাদি যাহা খুশি তার জন্য ৪০০ শতক জমি দীর্ঘ সময়ের জন্য অর্থাৎ ৯৯ বছরের জন্য লিজ বা ভাড়া প্রদান করা হইবে ব্যাংক লোনের সুবিধা দেওয়া হইবে এবং প্রয়োজন হইলে উক্ত জমির পার্শ্বে  আরও অতিরিক্ত ২০০ শতক জমি ভাড়া পাওয়ার সুযোগ রহিয়াছে। আরো প্রয়োজন হইলে উক্ত জমির পার্শ্বে আরও প্রায় ২০০ শতক জমি খরিদ করিয়া নেওয়ার সুযোগ রহিয়াছে।

        নিবেদক
হাজী আব্দুর রাজ্জাক
পিতা-মৃতঃ আফতাব উদ্দিন আহমেদ
সাং-খোদ মাধবপুর, পোস্টঃ পুলহাট
থানা-কোতোয়ালী, জেলাঃ দিনাজপুর
মোবাইল নং :- ০১৭৪০-৯৬৬৫৬২, ০১৮৬৪-২৩৫৭৪৮

No comments:

Post a Comment